Sunday, 8 April 2018

মাইগ্রেনের মাথাব্যথার লক্ষণ কী?


মাথাব্যথার একটি অন্যতম কারণ মাইগ্রেন। মাইগ্রেনের মাথাব্যথার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ৩০৫০তম পর্বে কথা বলেছেন ডা. রাশিফুল হক রিমন।  বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। 
প্রশ্ন : মাইগ্রেনের মাথাব্যথার লক্ষণ কী?

উত্তর : মাইগ্রেনের ব্যথা টেনশন টাইপ হেডেকের মতো অত প্রচলিত না হলেও এটিও প্রচলিত। টেনশন টাইপ মাথাব্যথা হয়তো প্রায় প্রতিদিনই হয়, তবে মাইগ্রেনটা সাধারণত হঠাৎ করে, মাঝেমধ্যে হয়। মাইগ্রেন অ্যাটাক যেটিকে বলি। দেখা যায়, মাসে একবার বা সপ্তাহে একবার বা দু-তিন মাস পর পর হয়। নিয়মিত মাথাব্যথা সাধারণত মাইগ্রেন ধরনের হয় না। 

মাইগ্রেনের ব্যথা মাঝারি থেকে জটিল ধরনের হয়। প্রচণ্ড ব্যথা হয়। সাধারণত এটি মাথার একটি ভাগে হয়। পুরো মাথা ধরে ব্যথা মাইগ্রেনের ক্ষেত্রে কম হয়। এই ব্যথাকে বলা হয় দপদপ করে ব্যথা। মনে হয় যে মাথাটা ছিঁড়ে যাবে। টেনশন টাইপ হেডেক যেমন চাপ দিয়ে থাকে, তবে এখানে দপদপ করে ব্যথা করে। মাইগ্রেনের ব্যথার আরেকটি লক্ষণ হলো, ব্যথার সঙ্গে দেখা যায় বমি বমি ভাব, অনেকের বমি হয়। দেখা যায়, ব্যথার সময় আলো অথবা শব্দ এগুলো সহ্য করা যায় না।

কারো কারো ক্ষেত্রে ব্যথার আগে একটি লক্ষণ হয়। এতে আমরা বলি অরা। ভিজ্যুয়াল অরা সাধারণত হয়। দেখা যায় ব্যথা শুরু হওয়ার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে চোখের মধ্যে একটি জিল জিল ভাব দেখা যায় অথবা তীব্র আলো দেখা যেতে পারে। অথবা চোখের একদিকে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এটা হয়তো আধা ঘণ্টার মতো থাকে। তার কিছুক্ষণ পর দেখা যায় তীব্র ব্যথা শুরু হয়। 

মাইগ্রেন ব্যথা খুব বেশি হলে রোগী দেখা যায় একটি অন্ধকার ঘরে, আলো বন্ধ করে শুয়ে থাকতে বেশি পছন্দ করে। সে তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে না।
More info Headaches,Migraine

No comments:

Post a Comment

হেঁচকি উঠলে যা করবেন

ছোটবেলায় হেঁচকি উঠলে বড়রা বলতেন কেউ মনে মনে তোমার কথা ভাবছে। হেঁচকি উঠলেই এক গ্লাস পানি খেয়ে নিতে বলা হয়। কখনো হঠাৎ চমকে দেবার চেষ্...